-
Helpline: Email: career@sau.ac.bd , Mobile: 01591 190589
হেল্পলাইনে কল দেওয়ার পূর্বে বিজ্ঞপ্তি ভালো করে পড়বেন।
এপ্লিকেশন সাবমিট সংক্রান্ত তথ্য।
- ১। Open Job List (Apply Now) লিংক থেকে এপ্লিকেশন সাবমিট করুন।
- ২। Applied Post/Payment (Nagad) লিংক থেকে আবেদিত পোস্ট এর জন্য নগদ এর মাধ্যমে পেমেন্ট করুন।
- ৩। এপ্লিকেশন সাবমিট করার পূর্বে সব তথ্য ভালো করে যাচাই করতে হবে।
- ৪। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কোন তথ্য আর পরিবর্তন করা যাবে না। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে তথ্য পরিবর্তন করতে হলে হেল্পলাইনের সহযোগিতা নিন।
- ৫। এপ্লিকেশন সাবমিট করার পরে পেমেন্ট এর লিঙ্ক পাওয়া যাবে।
- ৬। নগদ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি প্রদান করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট স্লিপ ডাউনলোড করার লিংক এনাবল হবে।
- ৭। নগদ এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি প্রদান করার পরে পেমেন্ট সংক্রান্ত তথ্য আপডেট না হলে Transaction নাম্বার সহ হেল্পলাইন এ যোগাযোগ করুন।
এপ্লিকেশন সাবমিট করার পূর্বে পুনরায় দেখুন।
- এসএমএস এর মাধ্যমে যে কোন তথ্য পাওয়ার জন্য প্রার্থীর মোবাইল নাম্বার ব্যবহার করা প্রয়োজন।
- বর্তমান ঠিকানা (বাংলায়) : সব তথ্য বাংলায় পূরণ করা আছে কিনা।
- স্থায়ী ঠিকানা (বাংলায়) : সব তথ্য বাংলায় পূরণ করা আছে কিনা।
- যোগাযোগের পূর্ণ ঠিকানা: মোবাইল ও ইমেইল এড্রেস ছাড়া বাকি সব তথ্য বাংলায় পূরণ করা আছে কিনা।
- এপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে
- এপ্লিকেশন ফর্মে ফ স্বাক্ষর দিতে হবে