Instructions for Officer
  • ১.    আগ্রহী প্রার্থীদের আগামী ২০ এপ্রিল ২০২৩ হতে ০৯ মে ২০২৩  তারিখ রাত ১২.০০ ঘটিকার মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.sau.ac.bd  অথবা career.sau.ac.bd এই লিংকে আবেদনপত্র পূরণ করে প্রিন্ট করতে হবে। 

  • ২. প্রার্থীকে নাম ও মোবাইল নাম্বার ব্যবহার করে career.sau.ac.bd পোর্টাল এ রেজিস্ট্রেশন সাপেক্ষে একটি User Id ও Password তৈরি হবে যা আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। উক্ত User Id এবং Password ব্যবহার করে প্রার্থীকে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরির পর প্রতিটি পদের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে। আবেদনকৃত প্রতিটি পদের জন্য পৃথক Application ID তৈরি হবে। উক্ত Application ID টি আবেদন ফি জমা প্রদানের সময় ব্যবহার করতে হবে এবং User Id ও Password ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ওয়েবসাইটে Login করে প্রাথীর নিজস্ব Dashboard এ পরীক্ষার প্রবেশপত্রসহ পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী পাওয়া যাবে। 

  • ৩.    প্রার্থীদেরকে ০৭ (সাত) সেট দরখাস্ত রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এর অনুকূলে প্রেরণ/দাখিল করতে হবে। চাহিত আবেদন সেটের মধ্যে একটি সেট সত্যায়িত হতে হবে এবং অন্য ০৬(ছয়) টি সত্যায়িতের অনুরূপ ফটোকপি দিতে হবে।

  • ৪. প্রার্থীকে আবেদনপত্রের সাথে ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদপত্র, খ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, গ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, ঘ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্র এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ও পেমেন্ট ¯িøপ প্রতি সেটের সাথে সংযুক্ত করতে হবে।
  • ৫.    প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিগত ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০.১৪৯; অনুযায়ী ২৫.০৩.২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

  • ৬. মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটায় আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অন্যান্য বিষয়ে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
  • ৭. চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ৮. অভিজ্ঞতা বলতে সরকারি/আধা-সরকারী/স্বায়ত্ত¡শাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাকে বুঝাবে।
  • ৯.    প্রার্থীত পদ ও এপ্লিকেশন নাম্বার খামের উপর উল্লেখ করতে হবে।

  • ১০. অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
  • ১১.    প্রতিটি পদের জন্য আলাদাভাবে প্রার্থীকে নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি ১০০০/- (টাকা এক হাজার মাত্র) আগামী ০৯.০৫.২০২৩ তারিখ রাত ১২:০০ ঘটিকার মধ্যে পরিশোধ করতে হবে (অফেরতযোগ্য)। প্রার্থীকে SMS এর মাধ্যমে প্রদানকৃত User Id এবং Password ব্যবহার করে Dashboard থেকে আবেদনকৃত প্রতিটি পদের জন্য Online এ আবেদন ফি প্রদান করতে পারবে।

  • ১২.    আবেদনপত্র আগামী ১১.০৫.২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি/ডাক যোগে/কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে অবশ্যই নি¤œস্বাক্ষরকারীর দপ্তরে পৌছাতে হবে।

  • ১৩. মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে পিতা-মাতা/দাদা-দাদী/নানা-নানীর অনুকূলে সরকার কর্তৃক স্বীকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র এবং সংশ্লিষ্ট প্রার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়নপূর্বক আবেদনের সাথে দাখিল করতে হবে।
  • ১৪.    ভূয়া তথ্য সম্বলিত/তথ্য গোপন/ত্রæটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।

  • ১৫. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরত প্রদান করা হবে না।
  • ১৬. নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
  • ১৭. দরখাস্ত দাখিলের বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের পর পেশকৃত আবেদনের সাথে আর কোন ডকুমেন্টস/তথ্যাদি সংযোজন করা যাবে না। ইতিপূর্বে স্মারক নং: রেজিঃ/সংস্থাপন-২/নিয়োগ-১১৫(২)/১২৫/১৯/১৮৪০; তারিখ: ০৫ ডিসেম্বর ২০২০ মূলে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, পূর্বের আবেদনই বহাল থাকবে। তবে, কেউ যদি তার বসয়সীমার মধ্যে নতুন কোন যোগ্যতা অর্জন করে থাকেন, ব্যক্তিগত আবেদনের মাধ্যমে তা পূর্বের আবেদনের সাথে যুক্ত করতে পারবেন।
  • ১৮. প্রযোজ্য ক্ষেত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • ১৯. অধিকতর যোগ্য প্রার্থীর ক্ষেত্রে কর্তৃপক্ষ শর্ত/বয়সসীমা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
  • ২০. শিক্ষাক্ষেত্রের কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
  • ২১. নিয়োগ সংক্রান্ত কোন তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
  • Helpline: Email: career@sau.ac.bd , Mobile: 01591 190589 , 01628936584